বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ গতকাল চট্টগ্রাম সেনানিবাসের দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি) অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
গতকাল আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিনে আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচ-২০২৫-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এসিসিঅ্যান্ডএস) অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।