হাতে হাতকড়া পরানোয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজতখানার ওসিকে ধমক দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মো. ফাতেহ আলী।
বুধবার (১৫ অক্টোবর) সকালে প্রিজনভ্যান থেকে হাজতখানায় নেওয়ার পথে এ ধমক দেন সুব্রত বাইন।
রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় চার্জ গঠনের শুনানি করতে বুধবার সকালে সুব্রত বাইনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার আদালতে হাজির করা হয়। এ সময় প্রিজন ভ্যান থেকে নামিয়ে মহানগর দায়রা জজ আদালতের ওসি রিপন মোল্লা তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরান।
এরপর তার হাতে হাতকড়া পরাতে গেলে ওসি হাজতকে ধমক দিয়ে ওঠেন সুব্রত বাইন। এ সময় ওসির উদ্দেশে সুব্রত বাইন বলেন, ডাণ্ডাবেড়ি পরানো অবস্থায় হাতকড়া কিসের। আপনি কবে থেকে ডিউটি করেন।
উল্লেখ্য, আজ রাজধানীর হাতিরঝিল থানায় অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির দিন ধার্য ছিল।
বিডি প্রতিদিন/এমআই