জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ গতকাল বেলা ১১টায় জার্মান দূতাবাসে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য এবং আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা। জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি হেড অক মিশন মিসেস আঞ্জা কার্স্টেন এবং রাজনৈতিক কর্মকর্তা মিসেস শার্নিলা কবির।
তাদের সাক্ষাৎকালে জাতীয় পার্টির নেতারা আসন্ন জাতীয় নির্বাচনের ওপর আলোকপাত করে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা পরবর্তী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ব্যাপকভাবে গ্রহণযোগ্য হওয়ার বিষয়টি নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন।
এ প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা গণমাধ্যমকে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। আলোচনাটি সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।