এইচএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাশের হার এবং সর্বাধিক জিপিএ-৫ অর্জনের মাধ্যমে বান্দরবান জেলায় শীর্ষ স্থান দখল করেছে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ।
প্রতিষ্ঠানটি থেকে এবার মোট ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছে। এর মধ্যে ৩১ জন পেয়েছে জিপিএ-৫। ফলাফলের এই ধারাবাহিক সফলতায় প্রতিষ্ঠানটি জেলার অন্যান্য কলেজগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে উঠে এসেছে।
দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ৬৭ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৬৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। পাশের হার ৯৮ দশমিক ৫১ শতাংশ।
অন্যদিকে বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে ২১০ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২০৬ জন। ২৪ জন পেয়েছে জিপিএ-৫।পাশের হার ৯৮ দশমিক ১০ শতাংশ।
এইচএসসি পরীক্ষায় বান্দরবান থেকে ৩ হাজার ৮১৮ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ হাজার ৩৯৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৯২ জন।
জেলায় অর্ধশতবর্ষী প্রাচীন প্রতিষ্ঠান বান্দরবান সরকারি কলেজের অবস্থান নবম। পাশের হার ২৯ দশমিক ২৬ শতাংশ। দশম অবস্থানে রয়েছে বান্দরবান সরকারি মহিলা কলেজ। পাশের হার ২৬ দশমিক ৮০ শতাংশ। ৬ দশমিক ৪০ শতাংশ পাশের হার নিয়ে সবশেষ ১৪তম অবস্থানে রয়েছে রুমা সাঙ্গু সরকারি কলেজ। এই কলেজ থেকে ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮ জন।
বিডি-প্রতিদিন/আশফাক