ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কে এম আবু তাহের পাটোয়ারী বলেছেন, দেশ এখন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। যারা এক দিন মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও ন্যায়বিচারের স্বপ্ন দেখেছিলেন আজ তারা হতাশ। গতকাল রাজধানীর মৌচাকে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের এনডিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবু তাহের পাটোয়ারী বলেন, আমরা রাজনীতি করি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, দমনপীড়নের রাজনীতি নয়। তরুণ সমাজকে জেগে উঠতে হবে, সত্যের পক্ষে দাঁড়াতে হবে। যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এনডিপি তাদের পাশে থাকবে কাঁধে কাঁধ মিলিয়ে। এ দেশ কোনো ব্যক্তির সম্পত্তি নয়, এটি ১৮ কোটি মানুষের দেশ। এনডিপি কোনো দিন ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি, করবেও না। আমাদের লক্ষ্য দেশকে আবারও জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান পাটোয়ারী, ইকবাল হোসেন জনি, মশিউর রহমান, আশরাফুল ইসলাম প্রমুখ।