গত বিশ্বকাপের হতাশার স্মৃতি এখনও তাড়া করে হ্যারি কেইনকে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক পেনাল্টি মিস করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক। সেই ব্যর্থতাকে এখনো পুরোপুরি ভুলে যেতে পারেননি তিনি। তবে চোখ রাখছেন সামনে, আগামী বিশ্বকাপে ট্রফি জিতে সেই দুঃখ ভুলতে চান ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
সম্প্রতি লাটভিয়াকে ৫-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড। ম্যাচে দুই গোল করেন কেইন। এই নিয়ে চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১৩ ম্যাচে করেছেন ২১ গোল।
কেইন বলেন, “গত বিশ্বকাপে পেনাল্টি মিস করা আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি। আমি বহুবার পেনাল্টি নিয়েছি, গোল করেছি। কিন্তু তখন যেভাবে মিস করেছিলাম, সেটি মানসিকভাবে খুব বড় ধাক্কা ছিল। মনে হয়েছিল, সবকিছু আমার কাঁধেই ছিল।”
তবে সেই স্মৃতি পেছনে ফেলে এখন সামনে তাকাতে চান কেইন। ইংল্যান্ড অধিনায়ক আশাবাদী, আগামী বিশ্বকাপে তারা সাফল্য পেতে পারে।
তিনি বলেন, “এখন আমি অতীত নিয়ে ভাবি না। বরং সামনের বিশ্বকাপে কীভাবে আরও ভালো করা যায়, সেটাই মাথায় ঘুরছে। আমরা বিশ্বাস করি, আমাদের সামনে সুযোগ আছে ট্রফি জয়ের।”
৩২ বছর বয়সী এই স্ট্রাইকার এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে করেছেন ৭৬ গোল। তার লক্ষ্য শতক স্পর্শ করা। কেইনের আত্মবিশ্বাস, এই ফর্ম ধরে রাখতে পারলে সেঞ্চুরি অনেক দূরের নয়।
বিডি প্রতিদিন/মুসা