আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব বলেছেন, অভ্যুত্থানের পর বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের নিরাপত্তা রক্ষায় আনসার বাহিনী শক্তিশালী ভূমিকা পালন করছে।
বুধবার (১৫ অক্টোবর) বান্দরবানের সুয়ালক আনসার ব্যাটালিয়ন ও রুমা আনসার ব্যাটালিয়ন সফরে এসে তিনি এ কথা বলেন।
সুয়ালক আনসার ব্যাটালিয়ন পরিদর্শনের এসে এর সুয়ালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব। এসময় তিনি আনসার বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অপারেশনাল সক্ষমতা উন্নয়ন এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর জোর দেন।
সেই সাথে পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে বাহিনীর সদস্যদের সতর্ক রাখার নির্দেশ দেন। পরিদর্শনের সময় বাহিনীর উপমহাপরিচালক (অপারেশন্স) মো. সাইফুল্লাহ রাসেল, উপমহাপরিচালক (চট্টগ্রাম রেঞ্জ) ড. সাইফুর রহমানসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল