নাগরপুর ও দেলদুয়ার উপজেলা নিয়ে টাঙ্গাইল-৬ সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির ২৪ জন মনোনয়ন প্রত্যাশা করছেন। একক প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন সাবেক প্রতিমন্ত্রী দলের নির্বাহী সদস্য নুর মোহাম্মদ খান, জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, সাবেক প্রতিমন্ত্রী ও একাধিকবারের এমপি প্রয়াত গৌতম চক্রবর্তীর সহধর্মিণী উপজেলা বিএনপির সদস্য দিপালী রানী চক্রবর্তী, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, দেলদুয়ার উপজেলা সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ, যুবদলের সাবেক সহসভাপতি রবিউল আওয়াল লাভলু, উপজেলা বিএনপির সহসভাপতি শরিফুল ইসলাম স্বপন, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শরিফ উদ্দিন আরজু, সাবেক ছাত্রদল নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. জি এম শফি, জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের নির্বাহী কমিটির সভাপতি জুয়েল সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক, নাগরপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য মীর আবুল কালাম আজাদ ওরফে রতন, নাগরপুর উপজেলা বিএনপির সহসভাপতি এম ফিরোজ সিদ্দিকী, উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রাজীব আহমেদ, যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, জেলা জিয়া পরিষদের সহসভাপতি মোহাম্মদ শামীম চৌধুরী (বাবু চৌধুরী), সাবেক পুলিশ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত সচিব (অব.) ডি এম গোলাম ফারুক, যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবী মোহাম্মদ মাইনুল আলম খান কনক, টাঙ্গাইল সরকারি সা’দত কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্রপ্রবাসী আরিফুল হক আরিফ, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডা. আনিসুর রহমান খান। এ ছাড়া জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ডা. এ কে এম আবদুল হামিদ, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মেজর (অব.) মোহাম্মদ সালাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি আঁখিনূর মিয়া, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার কবীর হোসেন, খেলাফত মজলিসের জেলা শ্রমিক মজলিসের সভাপতি আবদুল মান্নান শেখ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি মাহফুজুর রহমান প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন।