বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ কর্মসূচির সমর্থনে সুনামগঞ্জে প্রচার মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
মিছিলে জেলা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত বিপুল সংখ্যক মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে পুরাতন বাসস্টেশনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। পরে এক বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/জামশেদ