কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলামের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়াকে শোকজ করেছে দলটি। গতকাল বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এ নোটিস পাঠান। নোটিসে বলা হয়, সম্প্রতি কুমিল্লার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসককে নিয়ে আপনার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তা ছাড়া নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। ওই বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয় নোটিসে। এ বিষয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া জানান, জবাব পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৮ মে ভোলাইন বাজার উচ্চবিদ্যালয় ও কলেজের সভাপতি হিসেবে একজনকে সুপারিশ করে কুমিল্লার জেলা প্রশাসক। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তা প্রতিষ্ঠানপ্রধানের কাছে পাঠান। বিষয়টি জানার পর আবদুল গফুর ভূঁইয়া মোবাইল ফোনে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন।