খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. রেজাউল করিম বলেছেন, বর্তমান বিশ্ব সংঘাত ও বিভাজনের মুখোমুখি। এ প্রেক্ষাপটে শান্তি কেবল আইন বা রাজনৈতিক চুক্তির মাধ্যমে টেকসই হয় না। এটি আসতে হবে মানুষের অন্তর থেকে, তাদের আবেগ, সংস্কৃতি, ইতিহাস ও যৌথ মানবতা থেকে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের উদ্যোগে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা ও মানবিক স্কুলের ডিন ড. মো. শাহজাহান কবীর।
অনুষ্ঠানে ভিসি আরও বলেন, ‘জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থী ও তরুণরা শান্তি ও ন্যায়বিচারের পক্ষে শক্তিশালী কণ্ঠে নিজেদের প্রকাশ করেছে।’
গান হয়ে উঠেছিল তাদের আশার হাতিয়ার। দেওয়ালের গ্রাফিতি ছিল সাহসের বার্তা। ছোট ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখনী ছড়িয়ে দিয়েছিল তাদের গল্প সারা বিশ্বে। এগুলো কেবল প্রতিবাদের কর্ম ছিল না, বরং শিল্পের রূপে একটি ঐক্যের আহ্বান, শান্তির সংগ্রামে প্রেরণার প্রতীক।’ তিনি বলেন, শিক্ষা কেবল কারিগরি দক্ষতা শেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি হতে হবে সহমর্মিতা, সহনশীলতা, সমালোচনামূলক চিন্তাভাবনা ও বৈশ্বিক সচেতনতার শিক্ষা। এই মূল্যবোধগুলো বিকাশ লাভ করে সাহিত্য, ইতিহাস, দর্শন, সংস্কৃতি এবং সৃজনশীল শিল্পের মাধ্যমে। খুলনা বিশ্ববিদ্যালয় এ মূল্যবোধ প্রতিষ্ঠা করতে ইন্টারডিসিপ্লিনারি শিক্ষার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক কোলাবরেশনের ভিত্তিতে কাজ করে যাচ্ছে।