নাটোরের সিংড়ায় ভ্যানচালক মো. জিহাদ (২০) নামের এক তরুণ খুনের ৪৮ ঘণ্টার মধ্যে এর রহস্য উন্মোচন করেছে র্যাব-৫। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পরস্পর বন্ধু। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে হত্যাকা-ের বিভিন্ন আলামত এবং ছিনতাই হওয়া ভ্যান। র্যাবের হাতে গ্রেপ্তার দুজন হলো- নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামের মো. সাগর প্রামাণিক (১৮) এবং মো. সুলতান প্রামাণিক (১৯)। তারা দুই বন্ধু। খুন হওয়া জিহাদও তাদের বন্ধু। গতকাল বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে র্যাব-৫ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ নৃশংস হত্যাকা-ের বিস্তারিত তুলে ধরেন র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। তিনি জানান, গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সিংড়ার ইটালি ইউনিয়নের কলেজপাড়া এলাকার চলনবিলে এক তরুণের লাশ ভাসতে দেখে স্থাানীয়রা র্যাব ও পুলিশে খবর দেন। পরে সিংড়া থানা-পুলিশ ও র্যাব-৫-এর একটি দল ঘটনাস্থালে গিয়ে মুখ বাঁধা লাশটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরিচয় শনাক্তের পর জানা যায়, নিহত ব্যক্তির নাম জিহাদ, তিনি ভ্যানচালক। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব-৫ একটি বিশেষ গোয়েন্দা দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের শনাক্ত করে তারা। শুক্রবার সন্ধ্যায় চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সাগর ও সুলতানকে।
র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, গ্রেপ্তার দুজনকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।