দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেছেন, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সে বিষয়ে অনুসন্ধানে কোনো বাধা নেই। গতকাল বেলা ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ওই নেতাদের কারও কারও সম্পদের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। তাদের সম্পদ দৃশ্যমান হচ্ছে। এটার অনুসন্ধান দুদকের এখতিয়ারভুক্ত কি না এ প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, চাঁদাবাজির বিষয়টি দুদকের এখতিয়ারের নয়। তবে যদি কেউ জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন করে থাকেন, সেই বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত। এ বিষয়ে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, সে বিষয়ে অনুসন্ধান করতে আমাদের কোনো বাধা নেই।