যুক্তরাষ্ট্রফেরত উচ্চশিক্ষিত তরুণীসহ রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন-হাজারীবাগের
যুক্তরাষ্ট্রফেরত বিদ্যাধরী সূর্য্য প্রসাদ দাস (২৫), গেন্ডারিয়ার আবদুল জলিল (৬০) ও রমনার মো. ওয়াসিমুল হক (৫৫)। লাশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় সংশ্লিষ্ট থানা পুলিশ।
হাজারীবাগ থানার এসআই মো. শফিকুল ইসলাম বলেন, গতকাল বিকালে হাজারীবাগের মিতালি রোডের একটি বাসা থেকে বিদ্যাধরী নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। তিনি ইংলিশ মিডিয়ামে ‘ও’ এবং ‘এ’ লেভেল সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রে গিয়ে গ্র্যাজুয়েশন শেষ করে গত বছর দেশে ফেরেন। তিনি তার রুমে একাই থাকতেন। নিজে রান্না নিজেই করতেন, কারও সঙ্গে মিশতেন না। তিনি তার কক্ষে দরজা বন্ধ করে থাকতেন। গত ১ অক্টোবর সন্ধ্যায় তিনি তার কক্ষে ঢুকে দরজা বন্ধ করে রাখেন। আর বের হননি। পরে তার বাবা-মা পুলিশে খবর দিলে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গেণ্ডারিয়া থানার এসআই তৌফিক বলেন, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে ফরিদাবাদ হরিচরণ রায় রোডের একটি বাসা থেকে আবদুল জলিল নামে এক রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি গাইবান্ধার ফুলছড়িতে। তার গলায় ফাঁস দেওয়ার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে গতকাল রমনা পার্কের লেক থেকে ভাসতে থাকা মো. ওয়াসিমুল হক নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। রমনা থানার এসআই মো. মিজানুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
ওয়াসিমুলের মামাতো ভাই হেলাল খান বলেন, ওয়াসিমুল দীর্ঘ ১৫ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ইস্কাটনের বাসা থেকে নাশতা খেয়ে রমনা পার্কের দিকে গিয়েছিলেন। ১৫-২০ বছর আগে একই জায়গায় তার (হেলাল) আপন ভাই রবিনও ডুবে মারা গিয়েছিলেন।