গোপালগঞ্জে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ১৬ জুলাই গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় দু-এক দিনের মধ্যে একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হবে। গতকাল দুপুর ২টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, রাজনৈতিক দলের সভাকে কেন্দ্র করে কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে। আমরা এসেছি প্রাথমিক তথ্য সংগ্রহ করতে। এ ঘটনার গভীরে যাবে সরকার। এ ঘটনা থেকে আমাদের ভবিষ্যতের শিক্ষা গ্রহণ করতে হবে।
গণমাধ্যম কর্মীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, কমিশন এ ঘটনার তদন্ত করবেন। আমরা আশা করি, আপনারা কমিশনকে তথ্য-উপাত্ত দিয়ে সার্বিক সহায়তা করবেন। আমরা কমিশনের রিপোর্টে জানতে পারব সেদিন কী হয়েছিল, কেন হয়েছিল, কী করলে এটি এড়ানো যেত? উপদেষ্টা বলেন, এটা একটা অন্তর্বর্তী সরকার, দলনিরপেক্ষ সরকার, শহীদদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার, ২০-৩০ হাজার আহতের আত্মত্যাগের সরকার। সুতরাং এখানে গোপালগঞ্জ জেলাও যা, আমাদের নিজেদের জেলাও তাই।