ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। গতকাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাঁকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ড. জুবায়দুর রহমানের পেশাগত জীবন শুরু হয় ১৯৭৫ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ও বৈচিত্র্যময় কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কে অধ্যাপনা করেন।