সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ডাকাতের বাঁধা রশিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সবুজ আহমদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার মধ্যরাতে মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার কাটাখাল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সবুজ উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাতে মহাসড়কের কোম্পানীগঞ্জ অংশের বিভিন্ন ব্রিজে রশি বেঁধে ফাঁদ পেতে রাখে ডাকাতরা। মোটরসাইকেল আরোহীরা এই রশিতে ধাক্কা খেয়ে পড়ে গেলে ডাকাতরা মোটরসাইকেল ও আরোহীদের সঙ্গে থাকা টাকা ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে কাটাখাল দ্বিতীয় সেতুতে একইরকম ফাঁদে প্রাণ হারান সবুজ এবং আহত হন আরও দুই আরোহী।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান জানান, সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে পুলিশের দুটি টহল দল থাকা সত্ত্বেও ডাকাতরা এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।