জুলাই গণ অভ্যুত্থানের পর কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, দ্রুত নির্বাচন চাইছে। তাদের কাছে সংস্কার গুরুত্বপূর্ণ মনে হয়নি। জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে গতকাল পিরোজপুরে বর্ণাঢ্য পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুরে পিরোজপুর সদর সিও অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় পদযাত্রাটি। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রবল বৃষ্টির কারণে সমাবেশ সংক্ষিপ্ত করা হয়।
?সমাবেশে অংশ নিতে এনসিপির কেন্দ্রীয় নেতারা আগের রাতেই পিরোজপুরে পৌঁছান। পদযাত্রা ও সমাবেশে কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রায় ৪০ জন নেতা অংশ নেন। সমাবেশে বক্তৃতা করেন এনসিপির শীর্ষ নেতা ও আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, বরিশাল ও পিরোজপুর জেলার নেতৃবৃন্দ।
নাহিদ ইসলাম বলেন, ‘একটা গণ অভ্যুত্থানের পর আমরা পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না। ঘুম, নির্যাতন, দখলদারিত্ব, জবরদখল আর জোর করে ক্ষমতা দখলের রাজনীতি আমরা আর সহ্য করব না।’ তিনি আরও বলেন, ‘ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় দেশের মানুষকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা পথে নেমেছি। শহর-গ্রাম ঘুরে সাধারণ মানুষের কথা শুনছি, তাদের সমস্যাগুলোর ভিত্তিতে গড়ে তুলছি ভবিষ্যতের রূপরেখা।’ ?পিরোজপুরের কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতারা ঝালকাঠির উদ্দেশে রওনা হন, যেখানে গতকাল বিকালে আরেকটি পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।