গাজীপুরে পুলিশের ভয়ে তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবক আমজাদ হোসেনের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সিটি করপোরেশনের কড্ডা বাইমাইল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আমজাদ হোসেন বাসন থানার কড্ডা এলাকার ইদ্রিস আলীর ছেলে। কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, কড্ডার বাইমাইল ব্রিজ এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে ইট-বালুর ব্যবসা করতেন আমজাদ হোসেন। গত বুধবার সন্ধ্যায় ওই এলাকায় ডিবি পুলিশের একটি মাইক্রোবাস দাঁড়াতে দেখে ভয় পেয়ে তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন আমজাদ।
স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। গতকাল সন্ধ্যায় ভাসমান অবস্থায় তার লাশ খুঁজে পায় ডুবুরি দল।
নিহতের বাবা জানান, সাদা পোশাকে ৮ থেকে ১০ জন একটি মাইক্রোবাসে করে এসে আমজাদের ব্যবসাপ্রতিষ্ঠান ঘিরে ফেলে। তারা আমজাদকে আটক করার চেষ্টা করলে ভয়ে সে দৌড়ে গিয়ে নদীতে ঝাঁপ দেয় এবং নিখোঁজ হন। আমার ছেলের নামে কোনো মামলা নেই।