ভারতের জাতীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়েছেন, প্রতিটি পরিবার যেন তিন সন্তানের জন্ম দেয়। তাঁর মতে, দেশের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য একটি সুষম জনসংখ্যা অপরিহার্য।
আরএসএস-এর শতবর্ষ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে ভাগবত বলেন, আমাদের দেশের জনসংখ্যা নীতি গড়ে ২.১ সন্তানের পরামর্শ দেয়। কিন্তু বাস্তবে ০.১ সন্তান সম্ভব নয়। তাই ২.১ মানেই ৩। প্রতিটি পরিবারে তিন সন্তান থাকা উচিত। তবে এর বেশি হওয়া উচিত নয়, কারণ সন্তানদের সঠিক শিক্ষা ও সুযোগ-সুবিধা দেওয়া জরুরি।
ভারতের জাতীয় জনসংখ্যা নীতি (এনপিপিি) ২০০০ সালে ‘দুই সন্তান নীতি’র মাধ্যমে প্রতিস্থাপনযোগ্য স্তরের জন্মহার (২.১) অর্জনের লক্ষ্য নিয়েছিল। ২০১১ সালের আদমশুমারিতে জন্মহার কমে দাঁড়ায় ২.২। কিন্তু জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মোট প্রজনন হার এখন ১.৯—যা প্রতিস্থাপন-স্তরের নিচে নেমে গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের জনসংখ্যা ২০৪৫ সালে প্রায় ১৭০ কোটি ছুঁয়ে যাবে, তারপর থেকেই হ্রাস পেতে শুরু করবে।
ভাগবত জানান, শুধু হিন্দু সমাজেই নয় সব সম্প্রদায়ের মধ্যেই জন্মহার হ্রাস পাচ্ছে। তিনি বলেন, হিন্দুদের জন্মহার কিছুদিন ধরেই কমছে এবং এ প্রবণতা অব্যাহত রয়েছে। অন্য সম্প্রদায়েও একই সমস্যা দেখা যাচ্ছে, যদিও ততটা স্পষ্ট নয়। এটা প্রাকৃতিক প্রক্রিয়া, যখন সম্পদ সীমিত থাকে।
তাঁর মতে, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে ভবিষ্যতের প্রজন্মকে জনসংখ্যাগত পরিবর্তনের মোকাবিলা করার জন্য।
সূত্র: গালফ নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল