চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশে আসা বৈদেশিক ঋণের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ ঋণ শোধ করতে হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে বাংলাদেশ মাত্র ২০ কোটি ডলার বৈদেশিক ঋণ গ্রহণ করেছে। বিপরীতে ঋণ পরিশোধে গেছে ৪৪ কোটি ৬৬ লাখ ডলার। এর মধ্যে ৩২ কোটি ৭৭ লাখ ডলার আসল এবং ১১ কোটি ৮৯ লাখ ডলার সুদ বাবদ পরিশোধ করা হয়েছে। গত বছরের একই সময়ে ঋণ পরিশোধ হয়েছিল প্রায় ৩৮ কোটি ডলার। স্থানীয় মুদ্রায় হিসাব করলে, জুলাইয়ে ঋণ পরিশোধে খরচ হয়েছে ৫ হাজার ৪৪৭ কোটি টাকা, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ১ হাজার কোটি টাকা বেশি। ইআরডি সূত্র জানায়, জুলাই মাসে বিদেশি ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে মাত্র ৮ কোটি ডলারের। তবে কয়েক বছর ধরেই ঋণ পরিশোধের চাপ বাড়ছে। অন্যদিকে, প্রকল্প অনুমোদনে বাড়তি যাচাই-বাছাইয়ের কারণে নতুন ঋণ ছাড় কমে গেছে বলে ইআরডির কর্মকর্তারা মনে করেন। গত ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের বার্ষিক বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ইতিহাসে প্রথমবারের মতো ৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ গত অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছে আসল ও সুদ বাবদ প্রায় ৪ হাজার ৮৭ কোটি ডলার পরিশোধ করেছে। এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ ঋণ পরিশোধের রেকর্ড। এটি আগের অর্থবছরে (অর্থবছর-২৪) প্রদত্ত পরিশোধের পরিমাণ ৩ হাজার ৩৭২ কোটি ডলার থেকে ২১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইআরডির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অর্থবছর ২০২৪-২৫ এ আসল পরিশোধ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৫ কোটি ডলার। এটি আগের অর্থবছরের (অর্থবছর-২৪) ২০২ কোটি ডলারের তুলনায় ২৮ দশমিক ৮ শতাংশ বেশি। সুদ পরিশোধের পরিমাণও বৃদ্ধি পেয়ে হয়েছে ১ হাজার ৪৯১ কোটি ডলার, যা অর্থবছর ২০২৩-২৪ এর ১ হাজার ৩৪৯ কোটি ডলারের তুলনায় ১০ দশমিক ৫ শতাংশ বেশি। ইআরডি কর্মকর্তারা জানান, গত এক দশকে বিভিন্ন বড় প্রকল্প ও বাজেট সহায়তার জন্য নেওয়া বিদেশি ঋণের গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাওয়ায় ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে। ঋণ পরিশোধ বৃদ্ধি পেলেও ২০২৪-২৫ অর্থবছরে নতুন বৈদেশিক ঋণ চুক্তি ও ঋণ বিতরণ উভয়ই কমেছে।
শিরোনাম
- ঢাকা দক্ষিণ সিটিতে টাইফয়েড টিকাদান শুরু ১২ অক্টোবর
- বায়ু দূষণের কারণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর
- রাকসু নির্বাচন : প্রথম দিন ডোপ টেস্টের নমুনা দিলেন ৮৭ জন
- স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
- লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
- শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ : তদন্তে ডিএমপির ৩ সদস্যের কমিটি
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি
- ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল রাশিয়া
- উপকূলে ঝড়ের আশঙ্কা : সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে এক নম্বর সতর্কতা
- সংসার ভাঙার পর নতুন করে বাগদান সারলেন দুবাইয়ের রাজকন্যা
- ১৮ মাসে ১ কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির পূর্ণ প্রস্তুতি রয়েছে : আমীর খসরু
- আগামী দিনের ক্রিকেট তারকারা স্কুল মাঠেই লুকিয়ে আছে: বিসিবি সভাপতি
- ইন্দোনেশিয়ায় গ্রেফতার শ্রীলঙ্কার মোস্ট ওয়ান্টেড ব্যক্তি
- উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা
- এশিয়া কাপের আগে সিলেটের মাঠে খেলা বাড়তি সুবিধা হবে : লিটন
- শেরপুর পৌরসভার সড়কের বেহাল দশা, জনদুর্ভোগের শেষ নেই
- স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য ও ইইউ
- প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যার সমাধানে সময় দরকার: ফাওজুল কবির
- প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন
এক অর্থবছরে ঋণ পরিশোধের রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর