চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশে আসা বৈদেশিক ঋণের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ ঋণ শোধ করতে হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে বাংলাদেশ মাত্র ২০ কোটি ডলার বৈদেশিক ঋণ গ্রহণ করেছে। বিপরীতে ঋণ পরিশোধে গেছে ৪৪ কোটি ৬৬ লাখ ডলার। এর মধ্যে ৩২ কোটি ৭৭ লাখ ডলার আসল এবং ১১ কোটি ৮৯ লাখ ডলার সুদ বাবদ পরিশোধ করা হয়েছে। গত বছরের একই সময়ে ঋণ পরিশোধ হয়েছিল প্রায় ৩৮ কোটি ডলার। স্থানীয় মুদ্রায় হিসাব করলে, জুলাইয়ে ঋণ পরিশোধে খরচ হয়েছে ৫ হাজার ৪৪৭ কোটি টাকা, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ১ হাজার কোটি টাকা বেশি। ইআরডি সূত্র জানায়, জুলাই মাসে বিদেশি ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে মাত্র ৮ কোটি ডলারের। তবে কয়েক বছর ধরেই ঋণ পরিশোধের চাপ বাড়ছে। অন্যদিকে, প্রকল্প অনুমোদনে বাড়তি যাচাই-বাছাইয়ের কারণে নতুন ঋণ ছাড় কমে গেছে বলে ইআরডির কর্মকর্তারা মনে করেন। গত ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের বার্ষিক বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ইতিহাসে প্রথমবারের মতো ৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ গত অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছে আসল ও সুদ বাবদ প্রায় ৪ হাজার ৮৭ কোটি ডলার পরিশোধ করেছে। এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ ঋণ পরিশোধের রেকর্ড। এটি আগের অর্থবছরে (অর্থবছর-২৪) প্রদত্ত পরিশোধের পরিমাণ ৩ হাজার ৩৭২ কোটি ডলার থেকে ২১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইআরডির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অর্থবছর ২০২৪-২৫ এ আসল পরিশোধ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৫ কোটি ডলার। এটি আগের অর্থবছরের (অর্থবছর-২৪) ২০২ কোটি ডলারের তুলনায় ২৮ দশমিক ৮ শতাংশ বেশি। সুদ পরিশোধের পরিমাণও বৃদ্ধি পেয়ে হয়েছে ১ হাজার ৪৯১ কোটি ডলার, যা অর্থবছর ২০২৩-২৪ এর ১ হাজার ৩৪৯ কোটি ডলারের তুলনায় ১০ দশমিক ৫ শতাংশ বেশি। ইআরডি কর্মকর্তারা জানান, গত এক দশকে বিভিন্ন বড় প্রকল্প ও বাজেট সহায়তার জন্য নেওয়া বিদেশি ঋণের গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাওয়ায় ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে। ঋণ পরিশোধ বৃদ্ধি পেলেও ২০২৪-২৫ অর্থবছরে নতুন বৈদেশিক ঋণ চুক্তি ও ঋণ বিতরণ উভয়ই কমেছে।
শিরোনাম
- উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
- বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি
- ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ভোটে লড়বেন জোনায়েদ সাকি
- সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই
- আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ইউনিসেফ প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- ৯৩ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের
- বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান
- তারেকের অনশনে রাজনৈতিক দলের নেতাদের সংহতি
- আদর্শিক জায়গা থেকে সমঝোতা বা জোট হতে পারে: নাহিদ ইসলাম
- শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া
- খসড়া টেলিযোগাযোগ অধ্যাদেশে ওটিটি ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিধান
- মালদ্বীপে প্রবাসীদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রমে মতবিনিময় সভা
- যুক্তরাষ্ট্রে মেয়র-গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
- পাঁচ ইসলামিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
- আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস
- নিউ জার্সির গভর্নর হলেন মিকি শেরিল
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
এক অর্থবছরে ঋণ পরিশোধের রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর