র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম, সুমন বিশ্বাস।
শুক্রবার সকালে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতার করা হয় সাজাপ্রাপ্ত আসামি মো. সুমন বিশ্বাস (৩৫)। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালী থানার খোদা বক্স রোড এলাকার বাসিন্দা ও মো. মফিজুর বিশ্বাসের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালী থানায় দায়েরকৃত মামলা নং-১৪, তারিখ-০৩/০৮/২০২২, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক) অনুযায়ী সাজা হয়।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন