দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে ১ হাজার ৭৭ কোটি ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, এস আলমসহ ৩১ আসামি জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ভুয়া প্রতিষ্ঠানের নামে ভুয়া কাগজপত্র তৈরি করে ঋণ নেওয়া ১ হাজার ৭৭ কোটি ১১ লাখ (সুদাসলে ১২৮১.৪৫ কোটি) টাকা পরবর্তীতে এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করে।
৫৪৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ নয়জনের বিরুদ্ধে আরও একটি মামলা অনুমোদন করেছে দুদক।