মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা জামায়াতের উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আমীর মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুলের সঞ্চালনায় বৈঠকে জামায়াতের প্রায় ২ শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল-কমলগঞ্জের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব। অতিথি ছিলেন জামায়াতের মৌলভীবাজার জেলা সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল জামায়াতের সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ, উপজেলার কর্মপরিষদবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথির আলোচনায় অ্যাডভোকেট আব্দুর রব বলেন, একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতের নেতাকর্মীদের সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। এদেশের জনগণ যদি জামায়াতকে তাদের সেবা করার দায়িত্ব প্রদান করে, তাহলে জামায়াতে ইসলামী সেই দায়িত্ব সততা, আন্তরিকতা ও দক্ষতার সহিত পালন করার জন্য প্রস্তুত রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল