সবজি, মুরগির ডিম ও মাছ বেশ কিছুদিন ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে। এবার এগুলোর সঙ্গে যুক্ত হয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য আটা, ময়দা, মসুর ডালও। তবে দাম কমেছে চিনি ও কিছু মসলাপণ্যের।
রাজধানীর বিভিন্ন বাজারের তথ্যানুযায়ী, কেজিতে আটার দাম ৬ থেকে ১০ টাকা বেড়েছে। আর ময়দার দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে ছোট দানার মসুর ডালের। বর্তমানে কেজিতে প্রায় ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ছোট দানার মসুর ডাল। বিগত ১০ থেকে ১৫ দিনের মধ্যে বেড়েছে এই দাম।
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, আগারগাঁও তালতলা বাজার ও কারওয়ান বাজারের চিত্র এটি। এসব বাজারের বিক্রেতারা এসব তথ্য জানিয়েছেন।
বিক্রেতারা জানান, খোলা ও মোড়কজাত (প্যাকেট) উভয় ধরনের আটা ও ময়দার দামই বেড়েছে। ১৫ দিন আগেও মোড়কজাত আটা (দুই কেজি) কেনা যেত ৯০–৯৫ টাকায়। এখন এর দাম বেড়ে ১১০–১১৫ টাকা হয়েছে। আর খোলা আটার কেজি ৩৮–৪০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৫–৪৮ টাকা হয়েছে। অর্থাৎ আটার দাম কেজিতে ৬ থেকে ১০ টাকা বেড়েছে। অন্যদিকে দুই সপ্তাহ আগে মোড়কজাত (দুই কেজি) ময়দার দাম ছিল ১৩০ টাকা, যা বেড়ে ১৪০ টাকা হয়েছে। খোলা ময়দার দামও কেজিতে ৫ টাকা বেড়ে ৫৫ টাকা হয়েছে।
এদিকে জানা গেছে, গত দুই সপ্তাহের মধ্যে ছোট দানার মসুর ডালের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। বর্তমানে তা ১৫০–১৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর মোটা দানার মসুর ডালের দাম কেজিতে ৫ টাকা বেড়ে ১০৫ টাকা হয়েছে। এ ছাড়া মুগডালের দাম কেজিতে বেড়েছে ২৫ টাকা। আর ছোলার দাম বেড়েছে কেজি প্রতি ১০ টাকা।
এছাড়া বাজারে চালের দাম এখনও বাড়তি। অবশ্য গত সপ্তাহে মিনিকেট চালের দাম কেজিতে এক–দেড় টাকা কমেছে। বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের মধ্যে প্রতি কেজি ডায়মন্ড, মঞ্জুর ও সাগর ৮০ টাকা, রশিদ ৭২ টাকা ও মোজাম্মেল মিনিকেট ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতি কেজি নাজিরশাইল চালের দাম এখন ৭৫–৯৫ টাকা। এছাড়া ব্রি–২৮ চাল ৬০ টাকা ও মোটা ধরনের স্বর্ণা চাল ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে কেজিতে ১০ টাকা করে দাম বেড়েছে পোলাও চালের।
এদিকে, বর্তমানে সবজির দাম বেশ চড়া। অধিকাংশ সবজির কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকার বেশি দামে। আর প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায় ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৯০–৩২০ টাকায়।
রাজধানীর বিভিন্ন বাজারে আসা ক্রেতারা জানিয়েছেন, এমনিতেই বেশ কিছুদিন ধরে সবজি ও মুরগির ডিমের দাম বেড়েছে। এখন আবার আটা ও ডালের দামও বাড়ল। সব মিলিয়ে খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
বিডি প্রতিদিন/একেএ