যুবসমাজকে সন্ত্রাস, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ এবং সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং সামাজিক সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বসুন্ধরা শুভসংঘ দনিয়া কলেজ শাখার উদ্যোগে এক সন্ত্রাস ও মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে কলেজ সংলগ্ন স্কাই টার্ফ মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ম্যাচটি তরুণদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করে। খেলায় অংশ নেয় দনিয়া কলেজের শিক্ষার্থী ও শুভসংঘের সদস্যরা।
ম্যাচটি আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বসুন্ধরা শুভসংঘ দনিয়া কলেজ শাখার প্রধান উপদেষ্টা ও অধ্যক্ষ জুয়েলা জেবুন্নেসা খান এবং সহযোগী অধ্যাপক ও উপদেষ্টা তানজিলা রাহাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দনিয়া কলেজের সহকারী অধ্যাপক তাহেরা আক্তার ও ক্রীড়া শিক্ষক জিয়াউল আহসান। তারা ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন।
সার্বিক দিকনির্দেশনায় ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক ও যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি আবদুল হান্নান মিলটন।
ম্যাচটি পরিচালনা করেন দনিয়া কলেজ শাখার সভাপতি ফারুক সরকার এবং নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি তিথী, ক্রীড়া সম্পাদক রাব্বি, সদস্য শিহাব, আনোয়ার, হাবিবসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা কেবল শরীর ও মনকে সুস্থ রাখে না, বরং তরুণ প্রজন্মকে সন্ত্রাস, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে। নিয়মিত খেলাধুলা চর্চার মাধ্যমেই আমরা একটি সুস্থ, শিক্ষিত ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে পারব।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তরুণ শিক্ষার্থীরা এমন উদ্যোগ নিয়মিত করার আহ্বান জানান। এবং খেলাধুলাকে সন্ত্রাস ও মাদকবিরোধী আন্দোলনের অন্যতম হাতিয়ার হিসেবে তুলে ধরেন শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/বাজিত