রংপুরের তারাগঞ্জে জুতা মিস্ত্রি রূপলাল দাস ও ভ্যানচালক প্রদীপ লাল দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় মূলহোতা মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামের সীতাকুন্ড থেকে বুধবার রাতে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানোর পর তারাগঞ্জ থানা পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে।
এ ঘটনায় এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার সয়ার ইউনিয়ন থেকে জালাল মিয়াকে গ্রেফতার করা হয়। তাকেও পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। এ নিয়ে মোট ছয়জনকে গ্রেফতার করা হলো।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট রাতে তারাগঞ্জ বাজারে ভ্যানচালক প্রদীপ দাসের বস্তা থেকে চারটি প্লাস্টিক বোতল চোলাই মদ উদ্ধার হয়। বোতলের গন্ধে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ তুলে স্থানীয়রা প্রদীপ দাস ও রূপলাল দাসকে চোর সন্দেহে গণপিটুনি দেয়।
বটতলা থেকে টেনে হিঁচড়ে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করা হয় তাদের। একপর্যায়ে অচেতন অবস্থায় ফেলে রাখা হয়। রাত ১১টার দিকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিলে রূপলালকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত প্রদীপ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
মামলার এজাহারে বলা হয়েছে, মারধরের সময় দুইজনই হাতজোড় করে অনুরোধ করেছিলেন যে তারা চোর নন। কিন্তু উত্তেজিত জনতা তাদের কথা শোনেনি।
ঘটনার পর নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী ৫০০ থেকে ৭০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, গ্রেফতারকৃত মোহাম্মদ আলী এ ঘটনার অন্যতম আসামি। ঘটনার পরপরই সে আত্মগোপনে চলে যায়। সীতাকুন্ড থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/হিমেল