ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের পর দায়েরকৃত মামলায় দুই সাংবাদিককে জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীনস্থ আখাউড়া আমলী আদালত এই জামিন দেন।
জামিনপ্রাপ্ত সাংবাদিকরা: মো. ফজলে রাব্বি (আখাউড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক), সাদ্দাম হোসেন (আরটিভি আখাউড়া প্রতিনিধি)।
ঘটনার সূত্রপাত ৭ আগস্ট দৈনিক যুগান্তর ও আরটিভির অনলাইনে আখাউড়া ইমিগ্রেশনের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশের পর। ১২ আগস্ট চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির মামলা দায়ের করেন।
এ ঘটনায় আখাউড়া ও কসবায় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ হয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে মামলা প্রত্যাহারের দাবি জানায়। জামিন প্রসঙ্গে বাদীর আইনজীবি এডভোকেট এ.কে.এম. কামরুজ্জামান মামুন নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/আশিক