কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ২০ ঘন্টা পর বীরেন্দ্র ঘোষ (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বড় ভাই ধীরেন্দ্র ঘোষ (৬২) এখনো নিখোঁজ রয়েছেন। ওই দুই সহোদর ধনপুর ইউনিয়নের সহিলা ঘোষপাড়া গ্রামের মৃত রাজেন্দ্র ঘোষের ছেলে।
ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে সহোদর দুইভাই বাড়ির পাশে ধনু নদীতে জাল নিয়ে মাছ ধরতে যায়। দীর্ঘসময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। পরে ইটনা থানাকে অবহিত করে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ছোট ভাই বীরেন্দ্র ঘোষের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বড় ভাই ধীরেন্দ্র ঘোষের সন্ধান মিলেনি। নৌপুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এএম