পণ্য আমদানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত উচ্চ শুল্কের কারণে সুইজারল্যান্ডের অর্থনীতি পূর্বের প্রত্যাশার তুলনায় আগামী বছর অনেক মন্থর গতিতে বৃদ্ধি পাবে।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্প যে দেশগুলোর ওপর সর্বোচ্চ আমদানি শুল্ক আরোপ করেছেন, তার মধ্যে সুইজারল্যান্ড অন্যতম।
তিনি ১ আগস্ট থেকে সুইজারল্যান্ডে আমদানি পণ্যে ৩৯ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলে দেশটির নাগরিকরা দিশেহারা হয়ে পড়ে।
সুইজারল্যান্ডের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক রাজ্য সচিবালয় (এসইসিও) এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির অর্থনীতি এখন মন্থর গতিতে এগিয়ে যাবে। তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখেছে, যুক্তরাষ্ট্রের উচ্চ আমদানি শুল্ক আরোপের ফলে সুইজারল্যান্ডের অর্থনীতি আগের প্রত্যাশার চেয়ে অনেক ধীর গতিতে বৃদ্ধি পাবে। বিশেষ করে ২০২৬ সালে এরকম মন্থর গতি থাকবে।
গত জুনের পূর্বাভাস অনুসারে, সুইজারল্যান্ড সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি এ বছর হবে ১ দশমিক ৩ শতাংশ এবং আগামী বছর তা কমে ১ দশমিক ২ শতাংশ হবে।
এসইসিও জানিয়েছে, চলতি আগস্ট মাসের প্রথম থেকেই সুইজারল্যান্ড থেকে আমদানির ওপর মার্কিন উচ্চ শুল্ক আরোপে পরিস্থিতি আরো খারাপ হয়েছে।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় এসইসিও মনে করছে, তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এ বছর হবে ১ দশমিক ২ শতাংশ এবং আগামী বছরে তা ০ দশমিক ৮ শতাংশ থাকতে পারে।
পরবর্তী পূর্ণাঙ্গ অর্থনৈতিক পূর্বাভাস আগামী ১৬ অক্টোবর জানানো হবে।
সূত্র : এএফপি।
বিডি-প্রতিদিন/বাজিত