রাজধানীর মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের সেক্টর ৩, ৭ ও ৮ এলাকায় বুনিয়া সোহেল গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। মঙ্গলবারের এ অভিযানে সন্দেহভাজন ১১ জনকে গ্রেপ্তার করা হলেও বুনিয়া সোহেলকে পাওয়া যায়নি। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অভিযানে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ এবং বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে চার মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং শেখ জিলানীসহ সাতজনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও হত্যাকাণ্ডের মামলা রয়েছে।