বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এস. এম. মঈন উদ্দীন আহমেদ সরকারের সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
২৮ আগস্ট সরকার তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করেছে, যে পদে তিনি ২০২৫ সালের ২৯ জুন থেকে দায়িত্ব পালন করে আসছেন।
বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে মহাব্যবস্থাপক, শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে উপসচিব এবং ভূমি আপিল বোর্ডে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন