ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশে এ পদায়ন করা হয়। শফিকুল ইসলাম ১৮তম বিসিএস ব্যাচের একজন সদস্য। এর আগে তিনি ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি। প্রসঙ্গত, ডিবিপ্রধানের পদটি প্রায় সাড়ে চার মাস শূন্য ছিল। ১২ এপ্রিল থেকে ডিবির তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিক ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত আছেন।