হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা। গতকাল বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর বাসভবনে কূটনীতিকরা এ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি, মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং নিহতদের পরিবার পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে হোলি আর্টিজান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের নাগরিক ও অভিবাসননীতি বিষয়ক মহাপরিচালক লুইজি ভিগনালি। উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ঢুকে সেখানে থাকা লোকজনকে জিম্মি করে হত্যা করে সশস্ত্র জঙ্গি সন্ত্রাসীরা। ওই হামলায় মোট ২৯ জন নিহত হন। এর মধ্যে ছিলেন ১৭ জন বিদেশি নাগরিক, বাকিরা সবাই বাংলাদেশি। বিদেশি নাগরিকদের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি, এবং একজন ভারতীয় নাগরিক নিহত হন।