বাংলাদেশের প্রযুক্তি খাতের উদ্ভাবন কনভের ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিশ্বের পাঁচ শতাধিক প্রতিনিধি যুক্ত হন। দেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ওই ভার্চুয়াল প্ল্যাটফর্মে। দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘ইন্টারোডাকশন টু ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন্সট্রুমেন্টস ফর ক্লাইমেন্ট ফাইন্যান্স’ শীর্ষক ওই জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির অনলাইন টেকনোলজি পার্টনার কনভে। ওই কর্মসূচিতে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ দেশ-বিদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব ছিল।
বাংলাদেশের বুয়েটসহ শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রকৌশলীদের নিয়ে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সিনেসিস আইটির তৈরি এই ‘কনভে’। এটি কেবল একটি ভিডিও কনফারেন্সের অ্যাপ বা সেবা নয়, বরং একে বলা যায় পূর্ণাঙ্গ, নিরাপদ ও স্কেলেবল অফিস কোলাবোরেশন সল্যুশন, যা দেশীয় উদ্ভাবনে বৈশ্বিক মানের সক্ষমতার প্রমাণ দিয়েছে।
কনভের বিগ মিটিং ফিচারে একসঙ্গে এক মিটিংয়ে পাঁচ হাজার জন পর্যন্ত অংশগ্রহণকারী যুক্ত হতে পারে। কনভে খুব শিগগিরই ১০ হাজার জন অংশগ্রহণকারীর মিটিং উন্মুক্ত করবে যা দেশের জন্য ও বিশ্বের প্রযুক্তির জন্য মাইলস্টোন হবে। বিশ্বের হাতে গোনা কয়েকটা প্রডাক্ট এখন এই মুহূর্তে বড় মিটিংয়ের ফিচারটা দিতে পারে। সিনেসিস আইটির চিফ বিজনেস অফিসার এ এস এম নুরুন নবী বলেন, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন ও জাতীয় প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের তৈরি পণ্য কনভেতে আস্থা রাখায় আমরা কৃতজ্ঞ। এই আস্থাই বাংলাদেশ হতে সত্যিকার গ্লোবাল পণ্য তৈরিতে আমাদের অনুপ্রেরণা। এ বিষয়ে সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ভার্চুয়াল কনফারেন্স অ্যাপ কনভে দারুণ পারফরমেন্স করেছে। আমরা এ ধরনের দেশীয় উদ্যোগকে আরও বেশি সহায়তা করতে চাই।