বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ঐক্য অটুট রাখার জন্য তরুণ সমাজের মৌলিক সামরিক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেছেন জনতার দল নেতারা। তারা বলেন, বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র যুদ্ধে জড়িয়ে গেলে শুধু সেনাবাহিনী দ্বারা জয়লাভ করা সম্ভব নয়। ৭১ এর স্বাধীনতা যুদ্ধই তার বড় উদাহরণ। গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘জাতীয় নিরাপত্তা সচেতনতা এবং তরুণদের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা’ বিষয়ক মুক্ত আলোচনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন দলটির নেতারা। তরুণদের জন্য মৌলিক সামরিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা শীর্ষক মুক্ত আলোচনায় জনতার দলের মুখ্য সমন্বয়ক ও মুখপাত্র মেজর (অব.) ডেল এইচ খান বলেন, দুই ধাপে তরুণদেরকে ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের প্রতিটি উপজেলায় একটি মাদরাসা এবং একটি কলেজের শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ পাবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দলের সদস্যসচিব আজম খান। প্রধান বক্তা ছিলেন দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল। উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম, কর্নেল (অব.) আবুল কালাম জাকি, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) এস এম মতিউর রহমান, এয়ার ভাইস মার্শাল (অব.) মো. মফিদুর রহমান, সদস্যসচিব মো. আজম খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মাদ মোহসীন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রশিদুল আলম, মেজর (অব.) মো. জাকির হোসেন, মেজর (অব.) আবদুল্লাহ আল ইমরান, মেজর (অব.) মো. বদরুল আলম সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানে সব শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশের ৫৩টি জেলার ভূমিহীন আন্দোলনের নেতারা আনুষ্ঠানিকভাবে ‘জনতার দল’-এ যোগদান করেন।