নবগঠিত রাজনৈতিক দল জনতার দলে যোগ দিয়েছেন শতাধিক সাবেক সেনা কর্মকর্তা। গতকাল রাজধানীর ইসিবি চত্বরের টাওয়ার একাত্তরে এক অনুষ্ঠানে এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেশব্যাপী জেসিও, এনসিও এবং সৈনিকদের সংগঠন ডিফেন্স এক্স সোলজারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ডেসওয়া)-এর তিন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন অ্যাডভোকেট আফজাল হক। উপস্থিত ছিলেন দলের মুখপাত্র ও প্রধান সমন্বয়ক মেজর (অব.) ডেল এইচ খান। দলের সদস্য সচিব আজম খান বলেন, আমাদের সম্মিলিত শক্তি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে সহায়তা করবে। জনতার দলের সদস্যদের জন্য দলের পক্ষ থেকে বেসিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে কিংবা যুদ্ধ পরিস্থিতিতে সেনাবাহিনীর সঙ্গে মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়তে সর্বদা প্রস্তুত থাকবে জনতার দল।