মোবাইল অপারেটর গ্রামীণফোনে কিছু সময়ের জন্য নেটওয়ার্ক বিপর্যয় ঘটেছে। বিপর্যয়ের কারণে গতকাল বিকালে কথা বলতে ও ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়েন গ্রাহকরা। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটওয়ার্কে সমস্যার কথা জানান।
এ প্রসঙ্গে গ্রামীণফোন কর্তৃপক্ষ বাংলাদেশ প্রতিদিনকে জানায়, কারিগরি সমস্যার কারণে তাদের গ্রাহকরা কিছু সময়ের জন্য নেটওয়ার্ক সেবা পেতে দুর্ভোগে পড়েন।
তাদের কারিগরি দল ইতোমধ্যে সমস্যাটির সমাধান করেছে। সাময়িক এ বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করেছে দেশের শীর্ষ এই মোবাইল অপারেটরটি।