বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, বিশ^ব্যাপী বাংলাদেশি প্রকৌশলীদের গৌরবময় পদচারণ রয়েছে। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও বাংলাদেশের প্রকৌশলীরা সমাদৃত হতেন। কিন্তু আওয়ামী দুঃশাসনে বিগত দিনে আমরা আমাদের সেই অবস্থান হারিয়েছি। আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। তিনি বুধবার রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইইবি চট্টগ্রামের চেয়ারম্যান মানজারে খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. মোজাম্মেল হক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. নুরুল করিম ও ইঞ্জিনিয়ার মোমিনুল হক। কাদের গণি চৌধুরী বলেন, পৃথিবী পরিবর্তন করেন প্রকৌশলীরা। একজন চিকিৎসক ভুল করলে কোনো ব্যক্তি বা কয়েকজন ক্ষতিগ্রস্ত হন। কিন্তু প্রকৌশলীরা ভুল করলে পুরো সভ্যতা ধ্বংস হয়ে যায়। ইঞ্জিনিয়ার খান মোহাম্মদ আমিনুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আইইবি চট্টগ্রামের সহসভাপতি রফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স চট্টগ্রাম শাখার সভাপতি জানে আলম সেলিম, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ প্রমুখ।