পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও রাজধানীর শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী।
গতকাল সন্ধ্যায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার, হলপাড়া হয়ে শাহবাগ যায়। পরে পৌনে ৮টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করে ৩০ মিনিটের জন্য ব্লকেড কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের পাশাপাশি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর (ভিপি নুর), ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আজকে পিএসসি সংস্কারের যে আট দফা দাবি, আমরা মনে করি শুধু পিএসসি নয়, সরকারি বিভিন্ন নিয়োগে যে অস্বচ্ছতা রয়েছে সেটাকে পরিপূর্ণভাবে স্বচ্ছ করা দরকার। ডিসি অফিস, এসপি অফিস, ইউএনও অফিসের প্রশাসন একেবারে ভালো হয়ে যায়নি, আগেও যেমন দলবাজি ছিল এখনো সেই দলবাজি মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বরত কর্মচারীদের মধ্যেও একই দলবাজির মনোভাব লক্ষ্য করা যায়। আমরা আজকে সরকারকে মেসেজ দিতে চাই, আমরা চাইলে শুধু শাহবাগ না পুরো বাংলাদেশে ব্লকেড করে দিতে পারি।
রাবি প্রতিনিধি জানান, বাংলাদেশ কর্মকমিশন (পিএসসি) সংস্কারের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘সংস্কার নিয়ে টালবাহানা ছাত্রসমাজ মানবে না’ ‘চব্বিশের চেতনা প্রশ্ন ফাঁস চলবে না’ ‘আবেদ গ?্যাংদের কালো হাত ভেঙে দাও’ ‘পিএসসিতে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, পিএসসি সংস্কার ও প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ঢাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। গতকাল রাত পৌনে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে আটকা পড়ে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি। অবশ্য এক ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এ সময় আট দফা দাবি তুলে ধরেন। এই আট দফা দাবি না মানা হলে আরও তীব্র আন্দোলনের ঘোষণা দেন উপস্থিত শিক্ষার্থীরা।