পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, সমতলের সঙ্গে টিকে থাকতে হলে পার্বত্য অঞ্চলের শিক্ষাব্যবস্থাকে মানসম্মত করতে হবে। পাশাপাশি এ অঞ্চলের শিক্ষাব্যবস্থাকে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য বান্ধব করা গেলে জ্ঞানার্জনের পাশাপাশি এই অঞ্চলকে সবুজ-শ্যামলীমায় ভরিয়ে তোলা সম্ভব হবে। গতকাল বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী উৎসবে তিনি এ কথা বলেন। সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। সমাবেশে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, সেনাবাহিনীর সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল আলম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বক্তব্য দেন।
শিক্ষার্থী অংশ নেয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের গিফট হাম্পার প্রদান এবং সন্ধ্যায় কনসার্টের আয়োজন করা হয়েছে।