ভিনদেশি সংস্কৃতি রুখে দিতে ১১ এপ্রিল ঢাকাসহ চার বিভাগীয় শহরে স্বাধীনতা কনসার্ট করবে বিএনপি। গতকাল রাজধানীর গুলশানে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কনসার্টের ঘোষণা করা হয়।
বিকাল ৩টা থেকে শুরু হয়ে আয়োজনটি চলবে রাত ১১টা পর্যন্ত। ঢাকা, চট্টগ্রামের পাশাপাশি এ কনসার্টটি একযোগে খুলনা এবং বগুড়া শহরে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’র পক্ষ থেকে। ঢাকায় কনসার্টটি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে। চট্টগ্রামের কানসার্টটি হবে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে। ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’র সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি এবং নিজস্ব সংস্কৃতি ‘ধরে রাখার’ তাগিদে এ আয়োজন করছি।
আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই, বাংলাদেশের সংস্কৃতির ওপর যে একটি আগ্রাসন তা আমরা বারবার মোকাবিলা করছি।
এ্যানি বলেন, কোনোভাবেই যেন বাংলাদেশের সংস্কৃতিতে ভারতীয় এবং পাকিস্তানি গান প্রাধান্য না পায়, সেদিকে আমরা বিশেষভাবে নজর দেব। এ আয়োজনে আমরা বাংলাদেশের সংস্কৃতিকে উৎসাহিত করার জন্য স্থানীয় লোকগান ও সংস্কৃতি এবং কৃষ্টিগুলো তুলে ধরব।