রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্য কে এম মনসুর আলীর (৪০) মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। গতকাল বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলী বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর ১০ নম্বর রোড রেলগেট ও আজমপুর রেলগেটের মধ্যবর্তী স্থানে মোবাইল ফোনে কথা বলে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পান মনসুর।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মো. সানোয়ার আলী। গ্রামের বাড়ি পাবনার আমিনপুর উপজেলার ভাটিকয়ায়। বর্তমানে পল্লবীর ২৫/২ বাইগারটেক নিজ বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন মনসুর।