চট্টগ্রামে ঈদযাত্রা সুষ্ঠু করতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে বিআরটিএ। ঈদযাত্রায় কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে তার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জরিমানা আদায় করে আনা হচ্ছে শাস্তির আওতায়। এতে করে স্বস্তি মিলছে ঈদযাত্রায় চট্টগ্রাম ছাড়া মানুষের। গতকাল বৃহস্পতিবার ও বুধবার দুই দিনে প্রায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জানা গেছে, গতকাল বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা কর্ণফুলী শাহ আমানত নতুন ব্রিজ এলাকায় অভিযান চালান। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অভিযোগে বিভিন্ন যানবাহনকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন অলঙ্কার মোড়, একে খান এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অভিযোগে বিভিন্ন যানবাহনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।