বরিশালে আদালত চত্বরে পুলিশের সামনে প্রকাশ্যে দুই সাংবাদিককে মারধর করে একজনের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে ছাত্রদল নেতারা। গতকাল দুপুর ১টার দিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রবেশ পথে এ ঘটনা ঘটে।
হামলায় আহত স্থানীয় দৈনিক বরিশাল প্রতিদিন পত্রিকার আলোকচিত্রি নুরুল আমিন রাসেল ও দৈনিক মুখপত্র পত্রিকার আলোকচিত্রি মনিরুজ্জামানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নুরুল আমিন রাসেল বলেন, হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মো. আব্বাস হাওলাদারসহ পাঁচজন আদালত থেকে জামিন পান। জামিন পেয়ে আদালত থেকে বের হওয়ার সময় বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে ১২-১৫ জন আব্বাস হাওলাদারকে অপহরণের চেষ্টা করে। সেই দৃশ্য ভিডিও ধারন করে বের হওয়ার সময় সোহেল রাঢ়ীর নেতৃত্বে হামলা চালানো হয়। তারা মোটরসাইকেল ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে।