মাত্র পাঁচ টাকায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিক্রি করেছেন রাজশাহীর নারী উদ্যোক্তারা। বুধবার সকালে নগরীর আলুপট্টির মোড়ে ৫ টাকায় খুশি কিনি স্লোগানে এ কার্যক্রম চালানো হয়। নারী উদ্যোক্তা ফোরামের খুশির হাট ফাউন্ডেশন আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগে একজন দুস্থ ব্যক্তি ৫ টাকার বিনিময়ে ৫০০ গ্রাম সেমাই, চিনি, তেল ও চাল যে কোনো একটি পণ্য কেনার সুযোগ পান। নিম্নআয়ের মানুষদের ঈদ আনন্দে অংশীদার করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তরা। আয়োজক খুশির হাট অ্যাডমিন নওশিয়া অরিন খান বলেন, ‘আজ আমরা ৫০০ জনের মাঝে খাবার বিতরণ করেছি। আগামীকাল ৫০টি পরিবারের জন্য সম্পূর্ণ ঈদ বাজারের ব্যবস্থা করব। নিম্নআয়ের মানুষদের ঈদের আনন্দের অংশীদার করতেই আমাদের এই উদ্যোগ। এতে সুবিধাবঞ্চিত ব্যক্তিরা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী মাত্র ৫ টাকায় নিতে পারছেন।’
এই আয়োজনে অংশ নেওয়া এক সুবিধাভোগী বলেন, ঈদের কেনাকাটা করার সামর্থ্য ছিল না। কিন্তু মাত্র ৫ টাকায় এতাকিছু পেয়েছি! এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।