নবগঠিত রাজনৈতিক দল ‘জনতার দল’-এর কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল রাজধানীর বনানীর ৮ নম্বর রোডের জি ব্লকের ১৮ নং বাড়িটিকে দলের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে উদ্বোধন করা হয়েছে। কেক কেটে কার্যালয়ের উদ্বোধন করেন দলের আহ্বায়ক চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল, সদস্যসচিব আজম খান এবং মুখপাত্র ও মুখ্য সমন্বয়ক মেজর (অব.) ডেল এইচ খান।
উদ্বোধনকালে দলের আহ্বায়ক চেয়ারম্যান শামীম কামাল বলেন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ’২৪-এর ছাত্র-জনতার বিজয়ের চেতনা ধারণ করে পরিচালিত হবে জনতার দলের কার্যক্রম। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমাদের সঙ্গে একাত্ম হওয়ার আগ্রহ জানাচ্ছেন। সৎ, মেধাবী এবং শিক্ষিত নেতৃত্ব গড়ে তুলতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব। সদস্যসচিব আজম খান বলেন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ৩৬ জুলাইয়ের ছাত্র-জনতার বিজয় বাংলাদেশের জন্য নতুন করে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এতকাল ধরে চলে আসা বস্তাপচা রাজনীতির কারণে আমি ঘোষণা দিয়ে রাজনীতি ছেড়েছিলাম। ৩৬ জুলাই-পরবর্তী বাস্তবতা সামনে রেখে রাজনীতিতে ফিরে এসেছি।
মুখ্য সমন্বয়ক মেজর (অব.) ডেল এইচ খান বলেন, আমাদের দলের মূলমন্ত্র- সাম্য, ন্যায্যতা, প্রগতি। স্লোগান-ইনসাফ জিন্দাবাদ। নতুন প্রজন্ম রাজনীতিতে গুণগত পরিবর্তন চাইছে। এজন্যই ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে তারা পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ছুড়ে ফেলে দিয়েছে। আমরা জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম নির্মাণে কাজ করছি।