ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাজধানী ঢাকায় বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বেসামরিক লোকজনের ওপর গণহত্যার দায়ে নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারের দাবি জানানো হয়। নিজেদের স্বার্থ ত্যাগ করে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের নারী-পুরুষ, শিশু-কিশোরদের হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ প্রতিবাদ সভা করে। সভায় সভাপতির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের জনগণের পক্ষে ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতানিয়াহুর বিচারের দাবি তুলতে আহ্বান জানান।
এদিকে গতকাল দুপুরে বাড্ডায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। এই বিক্ষোভে অংশ নিয়ে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, সন্ত্রাসী, দখলদার ও জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক গাজায় নির্মম ও নিষ্ঠুর গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘ, আবরলিগ, ওআইসি ও কমনওয়েলথসহ আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।