রাজধানীর পল্লবীর বারনটেকের ‘গ্রিন সিটি’ এলাকায় এক নারীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এনামুল হক (৩৮) নামে এক আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। একই মামলায় গ্রেপ্তার হামিদুর রহমান রাসেল (৫৩) নামে আরেক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাইয়ূম দুই আসামিকে আদালতে হাজির করেন। এরপর এনামুল হক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তিনি। অন্য আসামির সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এনামুল হকের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। আরেক আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আবুল কাইয়ূম আদালতে উপস্থিত না থাকায় আসামি রাসেলের রিমান্ডের বিষয়ে শুনানি হয়নি।
এজন্য ২৩ মার্চ তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ধার্য করেছেন আদালত। পল্লবী থানার (নারী-শিশু) আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।