পদবি ও বেতন বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারীরা। গতকাল রাজধানীর রমনার ডাক ভবন মিলনায়তনে প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ আয়োজিত সরকারি কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসন দাবিতে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি আবু নাসির খান এ দাবি জানান। সভায় ঈদের পর আন্দোলন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব বেল্লাল হোসেন, কেন্দ্রীয় নেতা জাকির হোসেন, লুৎফর রহমান, এনামুল হক মজুমদার, শাহাদৎ হোসেন, জাহিদুর রহমান, রবিউল ইসলাম জোয়াদার, রোকন উদ্দিন, ছালেহা খাতুন, মৃণালিনী বাড়ে, আশিকুল ইসলাম, জুয়েল হোসেন, মহসিন মিয়া, আজিজ উদ্দিন মিয়াজি প্রমুখ। আবু নাসির খান বলেন, সারা দেশে এক ও অভিন্ন পদবি ছিল কিন্তু তৎকালীন সরকার নির্বাহী আদেশে শুধু সচিবালয়ের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, বাজেট পরীক্ষক পদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা এবং স্টেনোগ্রাফারকে ব্যক্তিগত কর্মকর্তা নামে পদবি পরিবর্তনসহ বেতন ১০ম গ্রেডে উন্নীতের মাধ্যমে প্রজাতন্ত্রে পদবি ও বেতন বৈষম্যের সৃষ্টি করে।
যার ধারাবাহিকতায় পাবলিক সার্ভিস কমিশন, সুপ্রিম কোর্ট, গণভবন ও বঙ্গভবনের প্রধান সহকারী, উচ্চমান সহকারী পদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা ও বেতন ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। অন্যান্য দপ্তর, অধিদপ্তর, সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত পদবিগুলো অদ্যাবধি পূর্বাবস্থায়ই রয়ে গেছে যা সংবিধানের চরম লঙ্ঘন এবং সুস্পষ্ট বৈষম্য।